ক্রিকেট কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১,৩৪৭ উইকেট সংগ্রহ করেছেন, সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কারা মুখোমুখি হবে, সেই বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন। তার মতে, এই prestigious ওয়ানডে আসরের ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান।
মুরালিধরন বলেন, “ভারত এবং পাকিস্তান উভয়ই ফেবারিট। পাকিস্তান ঘরোয়া কন্ডিশনে শক্তিশালী, তবে ভারতও সেই কন্ডিশনে ভালো খেলতে সক্ষম।” তিনি এও বলেন যে, ফাইনালে ভারতের বিপরীতে পাকিস্তানের ধ্রুপদী লড়াই হতে পারে, যা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পুনরাবৃত্তি হবে। সেসময় ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
অন্যান্য কিংবদন্তি যেমন সুনীল গাভাস্কার ভারতকে এগিয়ে রাখছেন, রবি শাস্ত্রী পাকিস্তানকে চ্যাম্পিয়ন হিসেবে বিবেচনা করছেন, আর রিকি পন্টিং ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনাল দেখতে চান। তবে মুরালিধরন ভারত-পাকিস্তানকেই ফাইনালের জন্য পছন্দ করেছেন।