ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট ও নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার রাত ১১টা থেকে দীর্ঘ সময় মুখোমুখি অবস্থানের পর সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এসে জড়ো হওয়া শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের বাসভবন অবরোধের জন্য আন্দোলনরত সাত কলেজ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত সংলগ্ন প্রবেশ পথের বাইরে অবস্থান করলে ভেতরে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এক পর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হঠে বিক্ষোভকারীরারা। প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে অবস্থান করছেন এবং বিক্ষোভকারীরারা নীলক্ষেত বাস স্ট্যান্ডের অপরপাশে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনী দুপক্ষের সাথেই সমঝোতার চেষ্টা করছে।