জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের পর যুদ্ধ বন্ধের আলোচনার ঘোষণা আসে। তবে জেলেনস্কি স্পষ্ট করেছেন, আলোচনায় ইউক্রেনের সম্পৃক্ততা ছাড়া কোনো চুক্তি মেনে নেবে না কিয়েভ।
ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, ট্রাম্পের অবস্থান রাশিয়ার প্রতি পক্ষপাতমূলক হতে পারে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। তবে কিয়েভ জানিয়েছে, তারা মিউনিখে রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা করবে না।
জেলেনস্কি আবারও ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির পক্ষে মত দিয়েছেন এবং পশ্চিমা নেতাদের সতর্ক করে বলেছেন, পুতিনের শান্তি আলোচনার প্রতিশ্রুতি বিশ্বাস করা উচিত নয়।