খুলনা টাইগার্স বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে এক চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করেছে। ৪২ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাচে সঠিক পথ খুঁজে পাওয়া কঠিন ছিল। তবে মাহিদুল ইসলাম অঙ্কন এবং সিমরন হেটমায়ারের দারুণ ব্যাটিংয়ে খেলা ঘুরিয়ে দেয় খুলনা। তারা মিলে ৫০ বলে ৭৩ রানের একটি ঝোড়ো জুটি গড়েন, যার ফলে দলটি ১৬৩ রানে পৌঁছায়।
মিরপুর শেরে বাংলায় টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে ছিল খুলনা। মেহেদী হাসান মিরাজ, অ্যালেক্স রস এবং আফিফ হোসেন দ্রুত ফিরে যাওয়ায় ৪২ রানে ৪ উইকেট হারিয়ে দলটি বিপদে পড়ে। নাইম শেখ, যিনি এ বছরের বিপিএলে ৫০০ রান পূর্ণ করেছিলেন, ২২ বলে ১৯ রান করে আউট হন।
তবে এরপর মাহিদুল এবং হেটমায়ারের দুর্দান্ত পারফরম্যান্সে খুলনা ফিরে আসে। ৩২ বলে অঙ্কন ৪১ রান করে আউট হন, পরে হেটমায়ার ৩৩ বলে ৬৩ রান করে দলের সংগ্রহকে শক্তিশালী করেন। শেষ পাঁচ ওভারে ৭৬ রান সংগ্রহ করে খুলনা, চিটাগং কিংসকে ১৬৪ রানের লক্ষ্য দিয়ে মাঠ ছাড়ে।
চিটাগং কিংসের বোলার বিনুরা ফার্নান্ডো ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন, তবে তার বোলিংয়ে খুলনার শেষ রানের উৎসাহ কমেনি।