বাংলাদেশের ক্রিকেটের একটি দীর্ঘ অধ্যায়ের শেষ হলো মাহমুদউল্লাহ রিয়াদের অবসর ঘোষণার মাধ্যমে। গতকাল ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেয়ার মধ্য দিয়ে রিয়াদ তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন শেষ করলেন। এর মাধ্যমে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে পঞ্চপান্ডব যুগ কার্যত সমাপ্ত হলো।
মাহমুদউল্লাহ রিয়াদ আগে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, এবং এখন ওয়ানডে থেকেও বিদায় নিলেন। তার অবসরের পর, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমসহ দলের অন্যান্য সদস্যরা তাকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সাকিব আল হাসানও তার এই বিশেষ মুহূর্তে শুভকামনা জানিয়েছেন।
ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, “রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।”
মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। ২৩৯টি ওয়ানডে ম্যাচে ৫,৬৮৯ রান এবং ৮২ উইকেট সহ তার ক্যারিয়ার ছিল স্মরণীয়। এছাড়া ৫০টি টেস্ট ম্যাচে ২,৯১৪ রান এবং ৪৩ উইকেট ও ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচে ২,৪৪৪ রান এবং ৪১ উইকেট ছিল তার অসাধারণ অর্জন।