চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে বড় চাপে পড়ে ফরচুন বরিশাল। ইনিংসের শুরুতেই মেহেদি হাসান মিরাজের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন তামিম ইকবাল ও ডেভিড মালান। এরপর মুশফিকুর রহিমও দ্রুত আউট হলে মাত্র ১৬ রানে ৩ উইকেট হারায় বরিশাল।
তবে সেই বিপর্যয় সামাল দেন তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৩০ বলে ৩৬ রান করে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন হৃদয়। এরপর একপর্যায়ে ১০০ রান পূর্ণ হওয়ার আগেই বরিশাল হারায় ৬ উইকেট।
এমন চাপের মুহূর্তে আবারও দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। রিশাদ হোসেনের সঙ্গে সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন তিনি। ৪৫ বলে ৫০ রান করে মাহমুদউল্লাহ তুলে নেন ফিফটি। তার ইনিংসে ছিল ধৈর্য আর পরিস্থিতি অনুযায়ী খেলার মিশেল।
অন্যদিকে, রিশাদ ছিলেন আক্রমণাত্মক মেজাজে। মাত্র ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ ১৬৭ রানে পৌঁছে দেন তিনি। শেষদিকে তানভির ইসলাম ৪ বলে ১২ রান যোগ করলে বরিশাল লড়াই করার মতো স্কোর পায়।
মিরাজের বিধ্বংসী বোলিংয়ের পরও মাহমুদউল্লাহ ও রিশাদের কার্যকরী ব্যাটিংয়ে ম্যাচে ফিরেছে বরিশাল। এখন দেখার বিষয়, বোলাররা এই সংগ্রহ রক্ষা করতে পারেন কি না।