বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের পর টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন তিনি। মাহমুদউল্লাহর বিদায়ে তার সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।
আজ (১২ মার্চ) রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহ অবসরের ঘোষণা দিয়েছেন। তার পোস্টে তিনি লিখেছেন, “সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ, কোচ এবং ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সমর্থন দিয়েছেন।”
তামিম ইকবাল মাহমুদউল্লাহকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, “রিয়াদ ভাই, আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন। আপনি বাংলাদেশের ক্রিকেটের একজন অবিচ্ছেদ্য অংশ এবং মাঠ ও মাঠের বাইরের জীবনে আমাদের অনেকের জন্য অনুপ্রেরণা। আপনার সঙ্গে কাটানো ড্রেসিংরুমের স্মৃতিগুলো চিরকাল মনে থাকবে।”
মাহমুদউল্লাহ ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন। প্রায় ২৩৯ ওয়ানডে, ৫০ টেস্ট এবং ১৪১ টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করে অসাধারণ পারফরম্যান্স তুলে ধরেছেন তিনি।