চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর বাংলাদেশের জন্য টুর্নামেন্ট শুরু হয়নি ভালোভাবে। তাদের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে, যেখানে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচের আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।
ভারতের বিরুদ্ধে গোল্ডেন ডাক পাওয়া মুশফিকুর রহিমের পারফরম্যান্স নিয়ে কোনো চিন্তা না থাকায় জানান রাজ্জাক। তিনি বলেন, “মুশফিক তো কেবল একটি ম্যাচে খারাপ করেছে, এটা তো যে কারো হতে পারে। এই ধরনের ঘটনা যে কারো সঙ্গে ঘটতে পারে, যেমন হৃদয়ের, শান্তর, জাকের আলীর সঙ্গেও হতে পারে।”
অন্যদিকে, মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরি সম্পর্কে রাজ্জাক বলেন, “এটা পুরোপুরি ফিজিওদের রিপোর্টের উপর নির্ভর করবে। আজ (শনিবার) সে প্র্যাকটিস করেছে, যদিও গত তিনদিন সে প্র্যাকটিস করেনি। তবে এখনো তার অবস্থা জানা যায়নি, ফিজিওরা পরে জানাবে।”
পুরো দলের অবস্থা নিয়ে তিনি বলেন, “দল ভালো প্র্যাকটিস করছে এবং এখানে ভালো সুবিধা পাচ্ছে। প্রথম ম্যাচের ফলাফল যাই হোক, তা নিয়ে আর ভাবার কিছু নেই। সব মিলিয়ে দলের অবস্থা ভালো।”
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচকে বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাজ্জাক জানান, “এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবা উচিত নয়, বিশেষ করে যদি ভারত জয় পেয়ে থাকে। রানরেট এবং গণনার হিসেবের আগেই বাংলাদেশকে বাদ পড়তে হতে পারে।”