ভারতীয় ব্যাটিং তারকা শুভমান গিল আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বুধবার (১২ মার্চ) আইসিসি ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে, যেখানে পুরুষ বিভাগে এই সম্মান অর্জন করেন গিল। অন্যদিকে, নারী বিভাগে পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং।
গিলের দুর্দান্ত পারফরম্যান্স তাকে এই সম্মান এনে দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে ভালো খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরি করেন তিনি। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান ফেব্রুয়ারি মাসে ১০১.৫০ গড়ে ৪০৬ রান সংগ্রহ করেন।
ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গিলের ব্যাট থেকে আসে ৮৭, ৬০ এবং ১১২ রান। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, তবে তাদের পেছনে ফেলে গিলই জিতলেন সেরার পুরস্কার।
মাসসেরা ক্রিকেটার হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শুভমান গিল বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে, ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হতে পেরেছি। দেশের জন্য পারফর্ম করা এবং দলকে জেতানো আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার ফর্ম ধরে রাখা সহজ ছিল না, তবে আমি নিজের সেরাটা দিতে পেরেছি। নতুন বছরের শুরুটা দুর্দান্ত হয়েছে, এবং আমি সামনের অ্যাকশন-প্যাকড বছরটির জন্য অপেক্ষা করছি।”
গিলের এই সাফল্য প্রমাণ করে, তিনি শুধু ভারতীয় ক্রিকেটের নয়, বিশ্ব ক্রিকেটেরই এক উদীয়মান তারকা। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তিনি আরও কতবার এই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেন।