আফগানিস্তানে তালেবান সরকারের নারী বিরোধী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন নারী শিক্ষা অধিকার আন্দোলনের অগ্রগামী মালালা ইউসুফজাই। তিনি বলেন, “তালেবান নারীদের মানুষের মর্যাদা দেয় না।” পাকিস্তানে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
মালালা তার বক্তব্যে তুলে ধরেন, তালেবানের নারীদের শিক্ষায় বাধা দেয়ার নীতির মধ্যে ইসলামের কোন জায়গা নেই। ১৫ বছর বয়সে তালেবান হামলার শিকার হয়ে জীবন বাঁচিয়ে মালালা এখন নারী শিক্ষা ও সমতার পক্ষে নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরছেন।
তিনি বলেন, তালেবান নারীদের ওপর নির্যাতন ও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে একটি অন্ধকার ব্যবস্থা তৈরি করেছে, যেখানে নারীরা লিঙ্গভেদে অত্যাচারিত হচ্ছে। মালালা আরও বলেন, তালেবান সরকার এসব কার্যক্রম ধর্মীয় ও সাংস্কৃতিক অজুহাতে আড়াল করছে, অথচ এসব ইসলামের মূলনীতির বিপরীত।
এ সময় তিনি আফগানিস্তানকে বিশ্বের একমাত্র দেশ হিসেবে উল্লেখ করেন যেখানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের শিক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। মালালা ইউসুফজাই শান্তিতে নোবেল পুরস্কারজয়ী এবং নারী শিক্ষা আন্দোলনের গুরত্বপূর্ণ মুখ।