মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে ২০২৫ সালের প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করেছে। সোমবার সকালে কংগ্রেস অধিবেশনে ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয়, যা ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে সরকার গঠনের অনুমোদন দেয়।
৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। নির্বাচনী প্রচারে ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করা এবং ২০২১ সালের কংগ্রেস ভবনে হামলার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করার প্রতিশ্রুতি দেন।
এবারের নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, ২০২১ সালে ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিলেন, যা এখনো মনে রাখা হচ্ছে।