রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, যাদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন।
এছাড়া, চানখাঁর পুলের এক মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার ও মোহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউটরদের আবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ১৮টি মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যার মধ্যে ৩৫ জন কারাগারে আছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন।