বিপিএলে আজ দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের ম্যাচে রাজশাহীর ক্রিকেটার সাব্বির হোসেন ইনজুরিতে পড়েছেন। উসমান খানের শটে ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ শফিউল ইসলামের সঙ্গে মাথায় ধাক্কা লেগে মাঠ ছাড়েন তিনি।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ১৪তম ওভারে ঘটে এই ঘটনা। ফিজিও প্রাথমিক সেবা দেওয়ার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় সাব্বিরকে। কিছুক্ষণ পরে হাঁটতে দেখা গেলেও ধারণা করা হচ্ছে তিনি বড় আঘাত পেয়েছেন।
এদিকে চট্টগ্রাম ১৭ ওভারে ৩ উইকেটে ১৯০ রান তুলেছে। উসমান খান ১১৮ রানে অপরাজিত।