ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় দুর্ঘটনা থামছে না। আজ শুক্রবার সকালে সেক্টর ১৮-তে আবারও আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই।
এ নিয়ে মেলায় তৃতীয়বার অগ্নিকাণ্ড ঘটল। আগেও ১৯ ও ৩০ জানুয়ারিতে আগুনে বেশ কয়েকটি তাঁবু পুড়ে যায়। এছাড়া, পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
সরকারি হিসাব অনুযায়ী ৩৯ কোটি ৭৪ লাখ মানুষ মেলায় অংশ নিয়েছেন, তবে বারবার দুর্ঘটনার কারণে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আজকের আগুনের কারণ এখনো জানা যায়নি।