বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স সফলভাবে আরও ২৩টি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এসব স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।
স্পেসএক্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে উৎক্ষেপণ করা এই মিশনটি ফ্যালকন ৯ রকেটের ৪৫০তম সফল অভিযান। নতুন পাঠানো স্যাটেলাইটগুলোর মধ্যে ১৩টির “ডিরেক্ট টু কল” প্রযুক্তি রয়েছে, যা ভবিষ্যতে মোবাইল নেটওয়ার্ক সংযোগ আরও উন্নত করবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এই স্যাটেলাইটগুলো লেজার ব্যাকহল প্রযুক্তির মাধ্যমে স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হবে, যা বিশ্বব্যাপী দ্রুতগতির ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে সহায়তা করবে। বিশেষ করে যেসব অঞ্চলে ইন্টারনেট সংযোগ ব্যয়বহুল, অনির্ভরযোগ্য বা একেবারেই অনুপস্থিত, সেখানে স্টারলিংক কার্যকর ভূমিকা রাখবে।
স্পেসএক্স ভবিষ্যতে স্টারশিপ রকেটের মাধ্যমে আরও স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে, যা মহাকাশ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।