সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। সোমবার সন্ধ্যায় পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”। সঙ্গে আরও দেখা যায় “BD 71 Hacker” নাম। এই ঘটনায় স্থানীয় জনমনে তীব্র উত্তেজনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
মাগরিবের নামাজ শেষে কয়েকজন স্থানীয় বাসিন্দা মসজিদের সামনে চা খেতে বসেছিলেন। তখনই হঠাৎ ডিজিটাল সাইনবোর্ডে লেখা ভেসে ওঠে। সবাই হতবাক হয়ে দেখেন—“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, BD 71 Hacker”। কয়েক মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়। ফিরে আসার পর আবার একই লেখা ভেসে উঠতে দেখা যায়।
মসজিদের ইমাম তরিকুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “দৃশ্যটি দেখে আমার মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্য চলছে। সাইনবোর্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তৎক্ষণাৎ সমস্যা সমাধানের চেষ্টা করি। কিন্তু এ ঘটনায় কারা জড়িত, তা কিছুতেই বুঝতে পারছি না।”
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইনবোর্ডটি পরীক্ষা করে এবং পুরো ঘটনাটি তদন্তে নামে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন জানান, “এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”
এর আগে নড়াইলেও এ ধরনের একটি ঘটনা ঘটেছিল, যেখানে কলেজের সাইনবোর্ডে ভেসে উঠেছিল রাজনৈতিক প্রচারণামূলক বার্তা। তবে সাতক্ষীরার এই ঘটনার পেছনে হ্যাকারদের ভূমিকা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এই রহস্যময় ঘটনায় এলাকাবাসী চরম অস্বস্তি ও উদ্বেগে রয়েছে। তবে এটি নিছক দুষ্টামি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় পরিকল্পনা, তা সময়ই বলে দেবে।