জাতীয় নাগরিক কমিটি সম্প্রতি জারি করা ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিলের জোরালো দাবি জানিয়েছে। শনিবার রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। কমিটির সদস্য সচিব আখতার হোসেন লিখিত বক্তব্যে এই অধ্যাদেশের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
আখতার হোসেন জানান, অন্তর্বর্তীকালীন সরকার শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট এবং শুল্ক বৃদ্ধির যে অধ্যাদেশ জারি করেছে, তা দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলবে। এই পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণে বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, বিগত অবৈধ সরকারের দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে। বৈদেশিক ঋণ পরিশোধের শর্ত হিসেবে আইএমএফের চাপের মুখে সরকার এই ভ্যাট বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। তবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল ভিন্ন। সরকারের উচিত এই ঋণ পর্যালোচনা করে আইএমএফের সঙ্গে নতুন আলোচনা শুরু করা।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি আরও জানায়, সাধারণ মানুষের দুর্দশা লাঘবে টিসিবি’র ট্রাক সেল পুনরায় চালু করতে হবে। এছাড়া, বিকল্প প্রস্তাব হিসেবে তারা করজাল সম্প্রসারণ, প্রত্যক্ষ কর বৃদ্ধি এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায়।
তাদের মতে, রাজস্ব বৃদ্ধির নামে সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের উচিত দ্রুততার সঙ্গে এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া।