কিশোরগঞ্জের ভৈরবে দুই দিনে কুকুরের কামড়ে ১২ শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার ও মঙ্গলবার পৌর শহরের চণ্ডীবের, কালীপুর, রামশংকুর, গাছতলাঘাট ও ভৈরবপুর এলাকায় কুকুরের আক্রমণে বেশ কয়েকজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কুকুর এলাকা জুড়ে দৌড়ে লোকজনকে কামড়াতে থাকে। আতঙ্কে এলাকাবাসী এক পর্যায়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অনেকের ক্ষত গভীর হওয়ায় বিশেষ চিকিৎসার প্রয়োজন পড়েছে। আহতরা দ্রুত ভ্যাকসিন ও চিকিৎসা গ্রহণের জন্য হাসপাতালে ছুটছেন। এলাকাবাসী দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।