আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার নর্মের সন্ধানে গেছেন ভিয়েতনামে। তবে এবার তার স্বপ্ন পূরণ হলো না। গত বছর ভিয়েতনামে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে নর্ম পেলেও, এ বছর তিনি সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারলেন না।
চলমান টুর্নামেন্টে ছয় রাউন্ড শেষে ফাহাদের সংগ্রহ সাড়ে তিন পয়েন্ট। বাকি তিন রাউন্ড জিতলেও তার পয়েন্ট দাঁড়াবে সাড়ে ছয়। তবে নর্ম পাওয়ার জন্য প্রয়োজন ছিল সাত পয়েন্ট। পাশাপাশি এই টুর্নামেন্টে দাবাড়ুদের গড় রেটিং ২৪০০’র নিচে থাকায়, ফাহাদের পক্ষে নর্ম অর্জন সম্ভব হয়নি।
বাংলাদেশ দাবা ফেডারেশনের অভিজ্ঞ আরবিটার হারুনুর রশীদ জানান, “২৪০০’র নিচে গড় রেটিংয়ের টুর্নামেন্টে জিএম নর্মের জন্য সাত পয়েন্ট আবশ্যক। আর ২৪৩৪ থেকে ২৪৭৫ গড় রেটিংয়ের টুর্নামেন্টে সাড়ে ছয় পয়েন্টেই নর্ম অর্জন সম্ভব। কিন্তু ফাহাদের এই টুর্নামেন্টে নর্ম পাওয়ার শর্ত পূরণ হয়নি।”
ফাহাদ ভিয়েতনামে দুটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট খেলার পরিকল্পনা করেছিলেন। তবে ভিসা জটিলতায় প্রথম টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে ফ্লাইট বিলম্বের কারণে প্রথম রাউন্ডে খেলতে পারেননি। সেই ম্যাচ পরবর্তীতে খেলেও ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করেন। পাশাপাশি আরও কয়েকটি রাউন্ডে পয়েন্ট হারিয়ে নর্মের সুযোগ হাতছাড়া করেন।
গ্র্যান্ডমাস্টার হতে ফাহাদের প্রয়োজন তিনটি জিএম নর্ম এবং ২৫০০ রেটিং। বর্তমানে তার রয়েছে একটি নর্ম এবং রেটিং ২৪০০ প্লাস। দেশে বর্তমানে পাঁচজন গ্র্যান্ডমাস্টার থাকলেও বেশিরভাগই এখন আর সক্রিয় নন। এই অবস্থায় ফাহাদের সামনে নতুন চ্যালেঞ্জ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে অগ্রসর হওয়া।
তবে ফাহাদ আশাবাদী, ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স দিয়ে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন।