ফেব্রুয়ারি এলেই প্রেমিক-প্রেমিকারা প্রিয়জনের মন জয় করতে নানা রকম চেষ্টা করেন। বিশেষ করে ভ্যালেন্টাইনস ডে ঘিরে উপহার দেওয়ার তাগিদ থাকে প্রবল। তবে ভারতের পশ্চিমবঙ্গের এক যুবক প্রেমিকার জন্য উপহার জোগাড় করতে গিয়ে ঘটিয়ে ফেললেন এক অদ্ভুত কাণ্ড—চুরি করলেন ছাগল!
সংবাদমাধ্যমের তথ্যমতে, পশ্চিমবঙ্গের বালুরঘাটে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাদামাইল এলাকার মাঠ থেকে একটি ছাগল চুরি করে বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন এক যুবক। তবে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে প্রেমিক নিজেই প্রেমিকাকে ফোন করে জানায় এই ঘটনা।
ঘটনার গভীরে গেলে জানা যায়, পাঁচ বছর আগে ফেসবুকে পরিচয়ের পর বিহারের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হিলি থানার এক তরুণীর। একসময় পালিয়ে গিয়ে তারা বিয়েও করে। তবে বিয়ের পর মেয়েটি বুঝতে পারে, স্বামী কোনো কাজ করে না। ফলে কিছুদিন পর সে বাবার বাড়িতে ফিরে আসে।
তাদের সম্পর্ক পরিবারের স্বীকৃতি না পেলেও তারা গোপনে যোগাযোগ রাখছিলেন। সম্প্রতি সরস্বতী পূজার সময় প্রেমিকা দেখা করতে বললে যুবক বিহার থেকে হিলি চলে আসে। প্রেমিকার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ও উপহার কেনায় তার সব টাকা শেষ হয়ে যায়। কিন্তু সে প্রতিশ্রুতি দিয়েছিল, ভ্যালেন্টাইনস ডেতে প্রেমিকাকে বিশেষ কিছু উপহার দেবে।
টাকার অভাবে বাধ্য হয়ে সে কয়েকদিন ট্রাক শ্রমিকদের সঙ্গে রাতে ঘুমোতে শুরু করে ও তাদের খাবার খেয়ে দিন কাটায়। শেষমেশ উপহারের টাকা জোগাড় করতে না পেরে চুরি করে বসে ছাগল! কিন্তু ধরা পড়তেই ঘটনা মোড় নেয় অন্যদিকে।
প্রেমিকা বলেন, “সে আমাকে সত্যি ভালোবাসে, আমার জন্য পাগল। ওর কাছে টাকা নেই, এটা কখনো আমাকে বলেনি। বরং সে বলেছিল, কাজ পেয়ে গেছে এবং হিলিতে থাকবে। কিন্তু ছাগল চুরির ঘটনা আমি জানতাম না। এখন আমি ওকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে বাড়ি পাঠিয়ে দেবো।”
বালুরঘাট থানার ইনচার্জ সুমন্ত বিশ্বাস জানান, সন্দেহজনকভাবে এক যুবককে ছাগল চুরির অভিযোগে আটক করা হয়েছে। তবে প্রেমিকের এই ‘ভালোবাসার উপহার’ পরিকল্পনা এখন নেটিজেনদের হাস্যরসের কারণ হয়ে উঠেছে!