গত কয়েকদিন ধরে ক্রিকেট ভক্তদের মাঝে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে—বাংলাদেশের মাটিতে ভারত ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হতে পারে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়, তবে একে পুরোপুরি গুজবও বলা যাচ্ছে না।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতিনিধিদের আলোচনা হয়। এরপর থেকেই এই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কিছু নয়
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ত্রিদেশীয় সিরিজ নিয়ে আলোচনা হয়েছে ঠিকই, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। সিরিজটি যদি হয়ও, তাহলে সেটা শুধু বাংলাদেশেই হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তিন দেশের সম্মতিতে এটি অন্য কোনো দেশেও আয়োজন করা হতে পারে।
শনিবার শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাই লিগ উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ বলেন, “এখনো কিছু নির্ধারিত হয়নি, তবে আলোচনা হয়েছে। আইসিসির সভাগুলোতে নানা বিষয়ে কথা হয়, সেগুলো ভবিষ্যতে কার্যকর হতে পারে।”
তিনি আরও বলেন, পাকিস্তান বাংলাদেশ সফরের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং এফটিপির বাইরে জুলাই মাসে একটি ছোট সফরের পরিকল্পনা করছে। তবে সেটিও এখনো চূড়ান্ত হয়নি।
ত্রিদেশীয় সিরিজের ভবিষ্যৎ কী?
ফারুক আহমেদ স্পষ্ট করেছেন যে, ভবিষ্যতে সময়-সুযোগ থাকলে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আগ্রহী। তবে এই সিরিজ কখন, কোথায় এবং কীভাবে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সব মিলিয়ে, ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সম্ভাবনা থাকলেও, সেটি আদৌ বাস্তবে রূপ নেবে কি না, তা সময়ই বলে দেবে। আপাতত ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।