ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট ম্যাচ মানেই কথার লড়াই এবং উত্তপ্ত পরিবেশ। এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফির সময়ও তার ব্যতিক্রম হয়নি। ভারতীয় ক্রিকেটাররা, বিশেষ করে বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, ও যশস্বী জয়সওয়াল, বিভিন্ন সময় অস্ট্রেলীয়দের সঙ্গে স্লেজিংয়ে জড়িয়েছেন, যা মাঠের উত্তেজনা আরও বাড়িয়েছে।
পার্থ টেস্টে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে খোঁচা দিয়ে বলেন, “ইটস কামিং টু স্লো,” যা পরে স্টার্ক প্রথম বলেই তাকে আউট করে প্রতিশোধ নেন। অন্যদিকে, মোহাম্মদ সিরাজ ও ট্রাভিস হেডের মধ্যে তুমুল বাক্যবিনিময় ঘটে, যার কারণে সিরাজকে জরিমানা করা হয়।
ভারতীয়দের স্লেজিংয়ের বিষয়টি বিশেষভাবে নজর কাড়ে, যখন বিরাট কোহলি ১৯ বছর বয়সী অস্ট্রেলীয় ক্রিকেটার স্যাম কনস্টাসের দিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা দেন। এর ফলে কোহলির বিরুদ্ধে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান অপরাধের দায়ে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
এছাড়াও, সিডনি টেস্টে কনস্টাসকে স্লেজিং করে জয়সওয়াল ও রিশাভ পন্থরা, যা অস্ট্রেলীয় কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের ক্ষোভের সৃষ্টি করে। তিনি বলেন, ভারতীয় ক্রিকেটাররা শাস্তির ভয় না পেয়ে মাঠে যা ইচ্ছে তা করছে। এই সিরিজে ভারতীয় দলের কথার লড়াই অবশ্যই উত্তপ্ত হয়ে উঠেছে, যা ভবিষ্যতে আরও বেশি দেখার সুযোগ থাকতে পারে।