এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল শিলং পৌঁছেছে গতকাল বিকেলে। আজ প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তবে ভারতের অনুশীলন মাঠের মান নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশের স্প্যানিশ কোচ।
শিলংয়ে উত্তর পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের মাঠে আজ বিকেলে অনুশীলন করে বাংলাদেশ দল। এ প্রসঙ্গে কোচ ক্যাবরেরা বলেন, “মাঠের মান খুব বেশি ভালো নয়, তবে আমাদের মানিয়ে নিতে হয়েছে। আজকের সেশনটি মূলত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্যই ছিল।”
মাঠের মান উন্নত করা ফেডারেশনের দায়িত্ব উল্লেখ করে ক্যাবরেরা বলেন, “এটি নিয়ে আমাদের ম্যানেজার কাজ করছেন। ফেডারেশন এবং ম্যানেজার বিষয়টি দেখছেন।”
ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল এর আগে সৌদি আরবে দুই সপ্তাহ অনুশীলন করেছে। সেখানে তায়েফের বিশ্বমানের মাঠে খেলোয়াড়রা প্রশিক্ষণ নিয়েছেন। তবে ভারতে এসে অনুশীলন মাঠের মান নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে দলকে।
২৫ মার্চ ভারতের শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মূল ম্যাচ। এই স্টেডিয়ামের মাঠ টার্ফের হওয়ায় কিছুটা সমস্যা হতে পারে বলে মনে করছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড রাকিব হোসেন। তিনি বলেন, “টার্ফের মাঠে খেলাটা কিছুটা কঠিন হতে পারে। তবে আমরা ম্যাচের আগে সেখানে অনুশীলন করব, যাতে মানিয়ে নিতে পারি।”
ভারতের মাঠের অবস্থা বাংলাদেশের প্রস্তুতিকে কতটা প্রভাবিত করবে, সেটিই এখন দেখার বিষয়।