চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে, যেখানে একমাত্র ভারতকেই সব ম্যাচ একটি ভেন্যুতে খেলার সুযোগ দেওয়া হয়েছে। অন্যসব দলকে খেলতে হচ্ছে দুটি দেশ ভ্রমণ করে, যা অনেকের কাছেই প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করার মতো বিষয়। এ নিয়ে সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার সমালোচনা করলেও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চান না।
ফাইনালের আগে সংবাদমাধ্যমে উইলিয়ামসন বলেন, “আমাদের সামনে যা আছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে। বাইরের বিষয় নিয়ে ভাবার বদলে মাঠের ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। প্রতিপক্ষ কে, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমাদের আসল লক্ষ্য স্মার্ট ক্রিকেট খেলা।”
গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড ৪৪ রানে হেরেছিল দুবাইয়ে, যেখানে পিচ ছিল স্পিন সহায়ক। এবার ফাইনালেও সেই একই কন্ডিশনে খেলতে হবে তাদের। তবে উইলিয়ামসন মনে করেন, পরিবেশ যেমনই হোক, দলকে ইতিবাচক থাকতে হবে এবং ফাইনালে জয়ের জন্য নিজেদের পরিকল্পনায় স্থির থাকতে হবে।
ভারতের বাড়তি সুবিধা নিয়ে আলোচনা চললেও নিউজিল্যান্ড দল সেসবকে পাত্তা দিতে নারাজ। তাদের লক্ষ্য একটাই—ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে শিরোপার জন্য লড়াই করা।