চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল নিয়ে সমালোচনা থামছে না। এই মডেলে ভারত ছাড়া বাকি সব দলকে দুটি দেশে ভ্রমণ করতে হলেও, রোহিত শর্মার দল খেলছে এক ভেন্যুতে। এতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে দাবি করেছেন অনেক ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা। তবে ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাক এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
ফাইনালের আগে তিনি বলেন, “আমি বুঝতে পারছি না বাড়তি সুবিধা বলতে এখানে কী বোঝানো হচ্ছে। সূচি আগেই নির্ধারিত হয়েছিল, এখন যখন ভারত টানা চারটি ম্যাচ জিতেছে, তখন এসব প্রশ্ন উঠছে।”
তিনি আরও বলেন, “টুর্নামেন্টের পরিকল্পনা আগেই ঠিক করা হয়েছিল, আমরা এখন ফাইনালে পৌঁছেছি বলেই কি এসব বিতর্ক? ভালো খেলেই জয় পেতে হয়, সুবিধার কিছু নেই।”
একই ভেন্যুতে সব ম্যাচ হলেও আলাদা আলাদা উইকেটে খেলেছে ভারত, এমনটাই দাবি করেন কোটাক। তিনি বলেন, “আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি, কিন্তু প্রতিবার ভিন্ন উইকেটে। সূচি অনুযায়ীই সব কিছু হচ্ছে, এখানে কোনো দলকে আলাদা সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না।”
ভারতের সুবিধা নিয়ে বিতর্ক চললেও দলটির কোচ মনে করেন, জয়ের আসল চাবিকাঠি ভালো পারফরম্যান্স, বিশেষ কোনো সুবিধা নয়।