চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান, তবে দেশটির সমর্থকদের চোখ এখনো টুর্নামেন্টের দিকে। যদিও গাদ্দাফি স্টেডিয়ামের আশপাশে তেমন কোনো উত্তেজনা দেখা যাচ্ছে না, তবে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা এক ভিন্ন প্রত্যাশায় দিন গুনছে—আজকের ম্যাচে যদি অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে জয়ী হয়!
দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও, টুর্নামেন্টের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। মূলত, বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাবের কারণেই পাকিস্তানকে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে, যেখানে স্বাগতিক হয়েও পাকিস্তানকে দুবাইয়ে খেলতে হয়েছে।
সেমিফাইনালে পৌঁছানোর সুযোগ হারানোর পর পাকিস্তানের সমর্থকদের মধ্যে উৎসাহ কমে গেছে। গাদ্দাফি স্টেডিয়ামের চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে, নেই কোনো চাঞ্চল্য। পাকিস্তানের মানুষের কাছে ক্রিকেট মানে শুধুই তাদের জাতীয় দল, অন্য দলগুলোর খেলা তাদের আকর্ষণ করে শুধুমাত্র তখনই, যখন প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে। তবে বাংলাদেশ এর ব্যতিক্রম। সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মাহমুদউল্লাহর জনপ্রিয়তা পাকিস্তানেও যথেষ্ট।
এদিকে, পাকিস্তানের ব্যর্থতার জন্য খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। সাবেক ক্রিকেটাররা টেলিভিশন চ্যানেলে বিভিন্ন বিশ্লেষণে ব্যস্ত, আর তাতে রিজওয়ানদের পারফরম্যান্স নিয়ে চলছে কড়া সমালোচনা।
তবে পাকিস্তানের সমর্থকদের জন্য আজকের ম্যাচে ভারতীয় দলের হার হতে পারে এক প্রকার সান্ত্বনা। অস্ট্রেলিয়া যদি ভারতকে পরাজিত করতে পারে, তাহলে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা অন্তত মানসিকভাবে এক ধরনের ‘জয়’ অনুভব করবে। যদিও পাকিস্তান সেমিফাইনালে থাকলে গাদ্দাফি স্টেডিয়ামের প্রাণ ফিরে আসত, তবে ভারতের বিদায় হলেও কিছুটা হলেও স্বস্তি পাবে পাকিস্তানি সমর্থকেরা।