ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে ফর্মে নেই নাজমুল হোসেন শান্ত। বিপিএলে তার পারফরম্যান্স এতটাই হতাশাজনক ছিল যে, ফরচুন বরিশাল তাকে একাদশের বাইরে রেখেছিল শেষের দিকের ম্যাচগুলোতে। তবে সেই শান্তর নেতৃত্বেই এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামছে বাংলাদেশ।
প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার টাইগারদের সামনে থাকবে কঠিন চ্যালেঞ্জ। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত আত্মবিশ্বাসের সুর শোনালেন। তিনি মনে করেন, দুটি দিক থেকে বাংলাদেশ ভারতকে টেক্কা দিতে পারে এবং সঠিক পরিকল্পনা কাজে লাগাতে পারলে জয়ও সম্ভব।
শান্ত বলেন, “ভারতের বিপক্ষে জিততে হলে আমাদের সব বিভাগেই ভালো খেলতে হবে। আমাদের কিছু ভালো স্মৃতি আছে ওদের বিপক্ষে। দল হিসেবে যদি পরিকল্পনামতো খেলতে পারি, তাহলে জয় সম্ভব।”
তিনি বিশেষভাবে বাংলাদেশের অলরাউন্ডারদের গুরুত্বের কথা তুলে ধরেন। তার মতে, অলরাউন্ডারদের শক্তি বাংলাদেশের অন্যতম বড় সম্পদ। এছাড়া, শক্তিশালী পেস আক্রমণকেও বড় আশার জায়গা হিসেবে দেখছেন তিনি। শান্ত বলেন, “আমাদের পেসাররা দারুণ ফর্মে আছে। নাহিদের মতো প্রতিভাবান বোলার আমাদের দলে আছে, সে একাদশে থাকলে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করবে। স্পিন ও পেসের ভালো ভারসাম্য আমাদের দলকে শক্তিশালী করেছে।”
এদিকে, ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ না থাকলেও তা নিয়ে বিশেষ ভাবছেন না শান্ত। তিনি বলেন, “আমরা প্রতিপক্ষের কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে ভাবছি না। নিজেদের শক্তি অনুযায়ী খেলতে চাই।”
বাংলাদেশের জন্য আরেকটি ইতিবাচক দিক হতে পারে দুবাইয়ের পিচ। শান্ত জানান, “দুবাইয়ের উইকেট পাকিস্তানের মতো অতটা গতিময় নয়, যা আমাদের জন্য সুবিধাজনক হতে পারে। পাশাপাশি, প্রচুর সমর্থকও থাকবে আমাদের পাশে।”
টাইগাররা সাম্প্রতিক সময়ে ওয়ানডে কম খেললেও অধিনায়ক এ নিয়ে খুব একটা চিন্তিত নন। তার মতে, বিপিএলে কয়েকজন ভালো ফর্মে ছিলেন, এখন শুধু দ্রুত ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে হবে। আত্মবিশ্বাসী শান্তর বিশ্বাস, সঠিক পরিকল্পনায় খেলতে পারলে ভারতকে হারিয়ে ভালো সূচনা করা সম্ভব।