এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে মিশ্র এক দিন কাটালো বাংলাদেশ নারী দল। শক্তিশালী ভারতের বিপক্ষে হার দিয়ে দিন শুরু করলেও, কয়েক ঘণ্টার ব্যবধানে মালয়েশিয়াকে ৪০ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রেখেছে শ্রাবনী-বৃষ্টিরা। ৫২-১২ পয়েন্টের জয় এনে দেয় দলকে নতুন আশার আলো।
ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ২২ পয়েন্টের লিড নিয়ে এগিয়ে যায় লাল-সবুজের দল। বিরতির সময় স্কোর ছিল ২৭-৫। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রেখে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫২-১২ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
এর আগে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬৪-২৩ পয়েন্টে ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়। অন্যদিকে, মালয়েশিয়া প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরে যায়।
আট বছর পর ইরানে আয়োজিত এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদকের লক্ষ্যে খেলতে এসেছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দুপুর ১:৩০টায় শুরু হওয়া এই ম্যাচেই নির্ধারিত হবে সেমিফাইনালে তাদের ভাগ্য।