বাংলাদেশ-ভারত সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। গত বুধবার (২২ জানুয়ারি) থেকে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু হয়েছে, যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারতীয় সরকার দাবি করছে, সীমান্তের নিরাপত্তা আরও শক্তিশালী করতে এই মহড়া আয়োজন করা হয়েছে।
বিএসএফের বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ-ভারতের ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে বিস্তৃত হয়ে এই মহড়া পরিচালিত হচ্ছে। বিশেষভাবে নদী সীমান্ত এবং কাঁটাতারের বেড়া ছাড়া অন্যান্য অরক্ষিত অঞ্চলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা বাড়তি সতর্কতা গ্রহণ করছেন। মহড়ার সময় সীমান্তে টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে এবং যে কোনো অবাঞ্ছিত পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে বিএসএফ।
এমন সময়, যখন দুই দেশের মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে, তখন এই মহড়া একটি বড় বার্তা দিয়েছে—এটি শুধুমাত্র ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি নয়, বরং সীমান্ত নিরাপত্তার খাতিরেও একটি শক্ত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিএসএফের কর্মকর্তারা জানিয়েছেন, তারা সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষার পাশাপাশি, নিজেদের প্রস্তুতি নিয়ে চিন্তা-ভাবনা করছে যাতে কোন বিপর্যয় সৃষ্টি না হয়।
এমন পরিস্থিতিতে বিএসএফের এই মহড়ার মধ্যে পুরো সীমান্ত এলাকা নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের মধ্যে প্রবাহিত হতে যাচ্ছে।