ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সৈয়দ আবিদ আলী আর নেই। ৮৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৭৪ পর্যন্ত ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ২৯টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেন এই বোলিং অলরাউন্ডার।
আবিদ আলী তার দুর্দান্ত ফিল্ডিং, দ্রুত রান নেওয়ার সক্ষমতা এবং অসাধারণ বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন। তার ক্রিকেট জীবনের স্মরণীয় একটি মুহূর্ত ছিল ১৯৭১ সালে ইংল্যান্ডের ওভালে ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে জয়সূচক রান নেয়া, যা ভারতের প্রথম সিরিজ জয় এনে দেয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬৭ সালে তার অভিষেক টেস্টে ৬ উইকেট নিয়ে তিনি নিজের জাত চেনান। তবে, তার সময়ে ভারতের মূল বোলাররা ছিলেন চারজন বিশিষ্ট স্পিনার, ফলে আবিদ আলী প্রধান বোলার হতে পারেননি।
আবিদ আলী ক্রিকেট ছাড়ার পর কোচিং পেশায়ও যুক্ত হন এবং অন্ধ্রপ্রদেশের রঞ্জি ট্রফি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত এবং মালদ্বীপে কাজ করেছেন।
আবিদ আলীর মৃত্যু ভারতীয় ক্রিকেটের জন্য এক বড় ক্ষতি।