অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের এক তারকা ক্রিকেটার একাই নিয়ে গিয়েছিলেন ২৭টি ব্যাগ! এসব ব্যাগের ওজন ছিল ২৫০ কেজির বেশি, যেখানে ১৭টি ব্যাটও ছিল। বিসিসিআই এই ব্যাগ বহনের অতিরিক্ত খরচ বহন করলেও বিষয়টি সামনে আসার পরই নিয়মে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন থেকে কোনো ক্রিকেটার সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত ব্যাগ নিতে পারবেন, এর বেশি হলে অতিরিক্ত ব্যয় বহন করতে হবে নিজেকেই।
গত ডিসেম্বরে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারে। এরপরই দলের ভেতরের বিভিন্ন অনিয়মের বিষয়গুলো প্রকাশ্যে আসতে শুরু করে। খেলোয়াড় থেকে কোচ—সবার ক্ষেত্রেই কিছু না কিছু নিয়মভঙ্গের ঘটনা সামনে আসে। ফলে বিসিসিআই নতুন নিয়ম প্রণয়নের সিদ্ধান্ত নেয়।
এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৭টি ব্যাগ বহন করা ওই ক্রিকেটার নিজের ব্যাগের পাশাপাশি পরিবারের সদস্য ও ব্যক্তিগত সহকারীর ব্যাগও নিজের নামে নিবন্ধন করেছিলেন। নতুন নিয়ম চালুর ফলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সহকারী নেওয়ার সুযোগ থাকছে না। এমনকি দলের সঙ্গে থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হবে না।
এই নতুন নিয়ম প্রণয়নের অন্যতম কারিগর ছিলেন কোচ গৌতম গম্ভীর, তবে নিয়মের কড়াকড়িতে তিনিও সমস্যায় পড়েছেন। জানা গেছে, অস্ট্রেলিয়া সফরে তার ব্যক্তিগত সহকারী দলের সঙ্গে হোটেলে অবস্থান করেছেন এবং নির্বাচক অজিত আগারকারের গাড়িতেও যাতায়াত করেছেন। বিসিসিআই বিষয়টি জানার পর কঠোর সিদ্ধান্ত নেয়।
বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কোনো ক্রিকেটার তার পরিবারকে সঙ্গে নিতে পারবেন না। তবে যদি কেউ নিজের খরচে তাদের নিয়ে যেতে চান, তাহলে বোর্ড বিশেষ বিবেচনা করতে পারে। এছাড়া, ক্রিকেটারদের জন্য নতুনভাবে রাঁধুনিদের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে তাদের ডায়েটের কোনো ব্যাঘাত না ঘটে।
বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে সব নিয়ম ঘোষণা করেনি, তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের উত্তরে বলেন, “বোর্ড আনুষ্ঠানিক ঘোষণা দিলে তবেই এ নিয়ে কথা বলা যাবে।” তবে বোর্ডের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে নতুন নিয়ম কার্যকর হওয়ার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে।