ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগেই বড় দাবি করেছিলেন ভারতের এক জ্যোতিষী, যিনি ‘আইআইটি বাবা’ নামে পরিচিত। তার ভবিষ্যদ্বাণী ছিল— হাজার চেষ্টা করলেও পাকিস্তানকে হারাতে পারবে না ভারত। তবে বাস্তবে হলো উল্টো! পাকিস্তানকে একপেশে ম্যাচে হারিয়েছে রোহিত শর্মার দল। আর ফল প্রকাশের পরই অবস্থান বদলে ফেললেন সেই জ্যোতিষী, জানালেন— মনে মনে নাকি তিনিও জানতেন ভারতই জিতবে!
হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে উত্তেজনার কমতি ছিল না। ভারতীয় সমর্থকরা তো বটেই, বিহার ও কলকাতাসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রার্থনার। তবে ম্যাচের আগে সাংবাদিকদের সামনে আইআইটি বাবা দৃঢ় কণ্ঠে বলেন, পাকিস্তানই জিতবে, ভারত চেষ্টার পরও পারবে না! তার এই ভবিষ্যদ্বাণী মেনে নিতে পারেননি ভারতীয় সমর্থকরা। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের বিপক্ষে তিন নম্বরে থাকা পাকিস্তান কীভাবে ফেভারিট হয়, তা নিয়ে চলতে থাকে তর্ক-বিতর্ক।
তবে মাঠের লড়াইয়ে ভারতই বাজিমাত করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন আইআইটি বাবা। নেটিজেনরা তার ভবিষ্যদ্বাণীকে মিথ্যা বলে কটাক্ষ করতে থাকেন। কেউ পরামর্শ দেন, ভবিষ্যদ্বাণী করা ছেড়ে দেওয়া উচিত তার, আবার কেউ বলছেন— তিনি কেবল কন্টেন্ট তৈরি করতেই এসব করেন।
ব্যাপক সমালোচনার পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ক্ষমা চেয়ে ভারতীয় দলের ছবি পোস্ট করেন আইআইটি বাবা। তিনি লেখেন, “আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আসুন সবাই মিলে উদযাপন করি। আসলে আমি মনে মনে জানতাম ভারতই জিতবে!” তবে তার এই কৌশলও ভালোভাবে নেয়নি নেট দুনিয়া। অনেকের মতে, ভবিষ্যদ্বাণী না করে এবার লোকচক্ষুর আড়ালে থাকা উচিত তার!