ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় একটি বাড়ির পানির ট্যাংক থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক, তালেব মিয়া (২৮), মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং গত রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিকেলে বাড়ির ট্যাপ থেকে রক্তসহ দুর্গন্ধযুক্ত পানি বের হতে দেখে এক ভাড়াটে বিষয়টি বাড়ির মালিককে জানান। এর পরেই বাড়ির লোকজন এবং স্থানীয়রা ট্যাংকের ঢাকনা খুলে লাশটি দেখতে পান।
পুলিশ ধারণা করছে, কয়েক দিন আগে লাশটি ট্যাংকের ভেতরে ফেলা হয়েছে। লাশের মুখ থেঁতলে গেছে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এবং পিবিআইয়ের টিম আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করেছে।