চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর কিছুটা মানিয়ে নিলেও আফগানিস্তানের কাছে পরাজয় মেনে নিতে পারছে না ইংলিশ শিবির। গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার পর সমালোচনার মুখে পড়েন অধিনায়ক জস বাটলার। অবশেষে ব্যর্থতার দায় স্বীকার করে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পদত্যাগের ঘোষণা দেন বাটলার। তবে আগামী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচিতে অধিনায়ক হিসেবে শেষবারের মতো খেলবেন তিনি।
এ বিষয়ে বাটলার বলেন, “ইংল্যান্ড দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার মনে হয়, এটি দল এবং আমার জন্য সঠিক সিদ্ধান্ত। আশা করি, নতুন নেতৃত্ব দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।”
তবে নেতৃত্ব ছাড়লেও ইংল্যান্ড দলে খেলা চালিয়ে যাবেন বাটলার। তিনি বলেন, “ব্যর্থতা ও হতাশার অনুভূতি প্রবলভাবে কাজ করছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো কেটে যাবে। আমার দেশের হয়ে অধিনায়কত্ব করা কত বড় সম্মান ছিল, সেটি ভাবার সুযোগও পাবো।”
২০২২ সালের জুনে ইয়ান মরগানের স্থলাভিষিক্ত হন বাটলার এবং সে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা এনে দেন। তবে এরপর থেকে ইংল্যান্ডের পারফরম্যান্স নিম্নগামী হতে থাকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হন তিনি।
বাটলার স্বীকার করেন, “প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া অতীত ব্যর্থতারই প্রতিফলন। আমি বুঝতে পারছিলাম যে, আমার অধিনায়কত্বের সময় শেষ হয়ে এসেছে। এটি সত্যিই হতাশাজনক ও দুঃখজনক।”
ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হিসেবে সহ-অধিনায়ক হ্যারি ব্রুকের নাম সামনে আসছে।