আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরটি দুঃস্বপ্নের মতো কেটেছে ইংল্যান্ডের জন্য। একটিও জয় না পাওয়ার লজ্জায় ডুবে টুর্নামেন্ট শেষ করেছে তারা। অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায় নিয়ে জশ বাটলার আগেই জানিয়ে দিয়েছিলেন, এটিই তার শেষ ম্যাচ। তবে শেষ মুহূর্তেও দলের ভাগ্য বদলাতে পারেননি তিনি।
শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৭৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জয়ের জন্য সহজ লক্ষ্য পেয়ে মাত্র ৭ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। এর ফলে তিন ম্যাচের সবকটিতেই হেরে শূন্য হাতে আসর শেষ করল ইংলিশরা।
এই ব্যর্থতার মাধ্যমে ১২ বছর আগের এক লজ্জার রেকর্ড পুনরাবৃত্তি করল ইংল্যান্ড। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১৩ সালে পাকিস্তানও টুর্নামেন্টের গ্রুপপর্বে তিন ম্যাচ হেরে বিদায় নিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো ইংল্যান্ডের নাম।
তিন ম্যাচের মধ্যে প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান গড়েও হারের মুখ দেখে ইংল্যান্ড। এরপর আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের ব্যবধানে হেরে যায় তারা। আর সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি। একসময়ের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য এটি এক নিদারুণ ব্যর্থতার অধ্যায় হয়ে থাকবে।