সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর ভক্তরাও দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ অন্য পক্ষকে সমর্থন করতে রাজি নন। তবে এমন বিভক্তি দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর বলে মনে করেন তামিম ইকবাল।
ফরচুন বরিশালকে টানা দ্বিতীয়বার বিপিএলে শিরোপা জেতানোর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম সবাইকে ব্যক্তি নয়, বরং বাংলাদেশ দলকে সমর্থন করার আহ্বান জানান।
তিনি বলেন, “তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান—এসব কিছুই নেই। একটাই পরিচয় থাকা উচিত, সেটা হলো আমরা সবাই বাংলাদেশের সমর্থক। এই বিভক্তি তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, দয়া করে এটা বন্ধ করুন!”
দেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার আরও বলেন, “আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন, মাশরাফির ভক্ত হতে পারেন, কিন্তু যখন বাংলাদেশ খেলে, তখন কেবল বাংলাদেশের সমর্থক হন।”
তামিম আরও যোগ করেন, “তরুণ ক্রিকেটারদের পাশে থাকুন। তারা ভুল করবে, কিন্তু তাদের সমর্থন করুন। কারণ, এই দলটাই আপনার, এই দেশটাই আপনার। দয়া করে সবাই একসঙ্গে থাকুন।”
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবালের কণ্ঠে ছিল আবেগের ছোঁয়া। তার বার্তা স্পষ্ট—ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশের স্বার্থে এক হতে হবে।