দক্ষিণ এশিয়ার ফুটবলে হোম অর অ্যাওয়ে ফরম্যাট চালুর পরিকল্পনা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। যদিও তিনি চলতি মার্চ মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন, এরপর এপ্রিল থেকে নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব নেবেন।
নিজের পদত্যাগ প্রসঙ্গে হেলাল জানান, “ব্যক্তিগত কারণেই আমি সরে দাঁড়াচ্ছি। তবে দায়িত্বের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব।”
২০১৪ সাল থেকে সাফ সাধারণ সম্পাদকের পদটি বেতনভুক্ত হয়, যেখানে হেলাল এক দশক ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ফুটবলে তার অবদানের মধ্যে বয়সভিত্তিক ও নারী ফুটবলের প্রসার এবং বিভিন্ন প্রশিক্ষণ কোর্স আয়োজন বিশেষভাবে উল্লেখযোগ্য।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কেউ সাফের নতুন সাধারণ সম্পাদক হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। গত সপ্তাহে সাফ সভাপতি কাজী সালাউদ্দিন মালয়েশিয়ায় এএফসির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যা এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হেলাল একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক, যিনি মোহামেডান ক্লাব থেকে শুরু করে ফেডারেশন ও অলিম্পিক কমিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আকস্মিক সরে যাওয়ায় দক্ষিণ এশীয় ফুটবলে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।