রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের নেতৃত্বে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক শুরু হয়। তবে দুই ঘণ্টা আলোচনার পরও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসও এই বৈঠকে অংশ নেন। কিন্তু রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুস রহমান দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
তিনি আরও বলেন, “আমরা রেল সচিব ও মহাপরিচালকের সঙ্গে আলোচনা করেছি। তবে আমাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। বিষয়টি আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করব। তবে আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।”
রেল কর্মীদের সঙ্গে সমস্যার সমাধানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইনডিরেক্ট যোগাযোগ অব্যাহত রাখার কথা বলা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগের দেখা মেলেনি।