লা লিগায় ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে লাল কার্ড দেখেছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুদ বেলিংহ্যাম। ম্যাচ শেষে রেফারিকে আপত্তিকর মন্তব্য করায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে।
বেলিংহ্যামের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ আপিল করেছিল। এমনকি, লা লিগা থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল ক্লাবটি। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের আপিল খারিজ করে দিয়েছে।
ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, প্রথমে বেলিংহ্যাম রেফারিকে বলছিলেন, “আমি আপনাকে সম্মানের সঙ্গে বলছি।” কিন্তু কিছুক্ষণ পরেই তিনি উত্তপ্ত বাক্য বিনিময় করেন এবং রেফারির প্রতি আপত্তিকর ভাষা ব্যবহার করেন।
ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি প্রাথমিকভাবে রিয়ালের আবেদন নাকচ করে দেয়। পরবর্তীতে আপিল কমিটিও জানায়, রিয়াল মাদ্রিদ যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি যা রেফারির রিপোর্টকে ভুল প্রমাণ করতে সক্ষম।
ফলে নিশ্চিত হয়েছে, লা লিগায় পরবর্তী দুই ম্যাচ— জিরোনা ও রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামতে পারবেন না বেলিংহ্যাম। এবারের মৌসুমে তিনি এখন পর্যন্ত ২০টি লিগ ম্যাচে ৭ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন। বর্তমানে রিয়াল মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সঙ্গে সমান তাল মিলিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, তবে গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা।