দীর্ঘ দেড় বছর পর বেলজিয়াম জাতীয় ফুটবল দলে ফিরে এসেছেন গোলরক্ষক থুবো কুর্তোয়া। রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক কোচের পরিবর্তনের পর ফের দলে আসার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও আগে সাবেক কোচ ডোমেনিকো টেডেস্কোর সঙ্গে বিরোধের কারণে তিনি জাতীয় দলে ছিলেন না।
২০২৩ সালের জুনে কুর্তোয়ার সম্পর্ক বেলজিয়াম ফুটবল ফেডারেশনের সঙ্গে তলানিতে পৌঁছায়। কেভিন ডি ব্রুইনা দল থেকে বাদ পড়ার পর তাকে অধিনায়কের দায়িত্ব না দেওয়ায় কুর্তোয়া ক্ষুব্ধ হন এবং পরে ঘোষণা করেন, যতদিন টেডেস্কো কোচ থাকবেন, ততদিন তিনি জাতীয় দলে ফিরবেন না।
নতুন কোচ আসার পর কুর্তোয়ার দলে ফেরার সিদ্ধান্ত কিছু ফুটবলারের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে, বিশেষত ব্যাকআপ গোলরক্ষক কোয়েন কাস্টিলসের। কাস্টিলস তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফেডারেশন এত দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করল এবং কুর্তোয়ার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হলো!”
নতুন কোচ গার্সিয়া বিষয়টি মীমাংসা করতে চেয়েছেন, তবে তিনি জানিয়েছে যে অধিনায়কত্বের সিদ্ধান্ত তারই হবে। কুর্তোয়া ছাড়াও দলের অনেক অভিজ্ঞ খেলোয়াড় যারা টেডেস্কো বাদ দিয়েছিলেন, তারা আবার দলে ফিরেছেন।
এছাড়া কিছু নতুন প্রতিভাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন নিকোলাস রাসকিন, ব্রায়ান হেইনেন ও জর্হি মোকিও।
তবে কুর্তোয়ার ফিরে আসা এখনো একটি বিতর্কিত সিদ্ধান্ত হিসেবেই রয়ে গেছে এবং এই সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ পরিবেশে কী প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।