চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতি ভারতীয় ক্রিকেট দলে বেশ বড় প্রভাব ফেলতে পারে—এমনটাই মনে করছেন অনেকে। দলের অন্যতম ভরসা এই পেসারকে ছাড়াই টুর্নামেন্টে খেলতে হচ্ছে ভারতকে, যা নিয়ে ভক্তদের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যেও কিছুটা উদ্বেগ দেখা গেছে। তবে ভারতের সাবেক স্পিনার হরভজন সিং মনে করেন, একজন খেলোয়াড়ের অভাবে দলের মনোবল হারানো উচিত নয়, বরং দলকে শিখতে হবে কিভাবে বুমরাহ ছাড়াও নিজেদের সামর্থ্য প্রমাণ করা যায়।
নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে হরভজন বলেন, “আমি বিশ্বাস করি, ভারত এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম ফেভারিট। বুমরাহ একজন বড় তারকা, তবে তার অনুপস্থিতিতে দল যেন দুর্বল হয়ে পড়ে, সেটা হতে দেওয়া যাবে না। শামি, অর্শদিপ, কুলদীপ ও জাদেজার মতো অভিজ্ঞ বোলাররা আছেন, যারা নিজেদের সামর্থ্য দেখাতে পারেন।”
তিনি ব্যাটিং বিভাগ নিয়েও আশাবাদী। হরভজন বলেন, “রোহিত শর্মা ফর্মে ফিরেছেন, বিরাট কোহলি নিয়মিত রান করছেন, শুভমান গিল ও শ্রেয়াস আয়ারও দারুণ ছন্দে রয়েছেন। ফলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগই ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে।”
তবে তিনি স্বীকার করেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে বিশেষ করে ম্যাচের শেষ ওভারে বুমরাহর মতো নির্ভরযোগ্য একজন বোলারের অভাব অনুভূত হবে। তবুও তিনি মনে করেন, বড় আসরে ভালো করতে হলে দলকে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখতে হবে।
বুমরাহ চোটের কারণে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচের মাঝপথে ছিটকে যান। ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথমে আশা করেছিল যে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে সর্বশেষ পরীক্ষায় দেখা গেছে, তার ফেরা এখনও সম্ভব নয়, যে কারণে তাকে ছাড়াই দল সাজিয়েছে ভারত।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে। এরপর তারা পাকিস্তান ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।