অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সকে পেছনে ফেলে ডিসেম্বরে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অসাধারণ বোলিং নৈপুণ্যের জন্য তিনি এই স্বীকৃতি অর্জন করেছেন। সিরিজে সর্বোচ্চ ৩২টি উইকেট শিকার করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বুমরাহ।
এই সিরিজে ৯ ইনিংসে ৩ বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। পার্থ টেস্টে বুমরাহর নেতৃত্বে ভারত ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল। যদিও পুরো সিরিজে ভারত কেবল একটি ম্যাচ জিততে পেরেছে, তিনটি ম্যাচে পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
বুমরাহের পর মাসসেরা হওয়ার তালিকায় স্থান করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার ড্যান পিটারসন।
বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের ভোট, আইসিসি হল অব ফেমের বিশেষজ্ঞ প্যানেল এবং সাবেক ক্রিকেটারদের মতামতের ভিত্তিতে বুমরাহ মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
স্বীকৃতি পাওয়ার পর বুমরাহ বলেছেন, “ডিসেম্বরে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি সবসময়ই অনুপ্রেরণাদায়ক। বোর্ডার-গাভাস্কার ট্রফির মতো একটি কঠিন প্রতিযোগিতায় দেশের জন্য ভালো পারফর্ম করা আমার জন্য গর্বের।”
এদিকে, নারী বিভাগে গত মাসের সেরা ক্রিকেটারের সম্মাননা পেয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।