যশপ্রীত বুমরা কি থাকবেন, নাকি ভারতকে ছাড়াই লড়াইয়ে নামতে হবে চ্যাম্পিয়নস ট্রফিতে? এই প্রশ্নের উত্তর আজই মিলতে পারে। আইসিসির দেওয়া চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় আজ, অথচ ভারত এখনো দোদুল্যমান। পিঠের চোট যেন ভারতীয় দলের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি বুমরার পিঠের স্ক্যান করানো হয়েছে, যার রিপোর্ট নিয়ে বিসিসিআই, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের মধ্যে চলছে আলোচনা। তবে পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও তাঁকে দেখা যায়নি। সিরিজের শেষ ম্যাচে আহমেদাবাদে খেলার কথা থাকলেও তিনি গেছেন বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য। সব মিলিয়ে শঙ্কা আরও ঘনীভূত হয়েছে।
যদি বুমরা না থাকেন, তাহলে ভারতীয় পেস আক্রমণের ভার কাদের কাঁধে উঠবে? আলোচনায় উঠে আসছে তরুণ পেসার হর্ষিত রানার নাম। ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্স করলেও চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় মঞ্চে তিনি কতটা কার্যকর হবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ভারত চাইলে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে, তবে সেটির জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। অন্যদিকে, বুমরা যদি পুরো টুর্নামেন্ট না খেলতে পারেন, তাহলে ভারতীয় দলের শক্তিমত্তা যে বড় ধাক্কা খাবে, তা বলার অপেক্ষা রাখে না।
২০ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে ভারত। তবে সেই লড়াইয়ে দলনায়ক রোহিত শর্মার সেরা অস্ত্র বুমরাকে পাওয়া যাবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।