আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে শনিবার ভারতীয় দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিসিসিআইয়ের সাম্প্রতিক ১০ দফা নির্দেশনা, যা খেলোয়াড়দের কিছু কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে।
নতুন নিয়মে বলা হয়েছে, চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক, সফরে ব্যক্তিগত কর্মচারী বা অতিরিক্ত ব্যাগেজ নেওয়া নিষিদ্ধ, পরিবার নিয়ে সফরে যেতে চাইলে কোচ বা নির্বাচকের অনুমতি নিতে হবে। এমনকি ম্যাচ আগেভাগে শেষ হলেও খেলোয়াড়দের বাড়ি ফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নিয়ম না মানলে আইপিএল খেলা থেকে নিষেধাজ্ঞা এবং কেন্দ্রীয় চুক্তি বাতিলের মতো শাস্তির মুখোমুখি হতে হবে।
এই নির্দেশনা প্রসঙ্গে প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, ‘এগুলো কোনো কঠোর শাস্তি নয়। প্রতিটি দলেরই কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, যা দলকে আরও ঐক্যবদ্ধ করে তুলতে সহায়তা করে। আমাদের নিয়মগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিমার্জিত হয়েছে এবং খেলোয়াড়দের সেগুলো মানতেই হবে।’
অধিনায়ক রোহিত শর্মা অবশ্য এই নতুন নিয়ম নিয়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করেছেন। স্কোয়াড ঘোষণার সময় আগারকারের সঙ্গে আলোচনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রোহিতকে বলতে শোনা যায়, ‘আমাকে বিসিসিআই সেক্রেটারির সঙ্গে এই পারিবারিক নিয়মগুলো নিয়ে কথা বলতে হবে। সবাই আমাকে এ নিয়ে ধরেছে।’
তবে সাংবাদিকদের সামনে বিষয়টি নিয়ে রোহিত কৌশলে মন্তব্য এড়িয়ে বলেন, ‘এই নিয়মগুলো কি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে? আনুষ্ঠানিক ঘোষণা আসুক, তারপর বলব।’
নিয়মগুলো নিয়ে খেলোয়াড়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বিসিসিআই মনে করছে, এগুলো দলকে আরও শৃঙ্খলাবদ্ধ করবে এবং সবার মধ্যে পেশাদারিত্ব বাড়াবে।