মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলমের বিরুদ্ধে। বিপিএলের উদ্বোধনী দিনে টিকিট বিতরণ ও আয়োজনের বিশৃঙ্খলা নিয়ে কথোপকথনের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফুজ উত্তেজিত হয়ে ফারুককে অপমানজনক মন্তব্য করেন, যা বিসিবি কর্মকর্তাদের ক্ষুব্ধ করেছে। যদিও মাহফুজ এই অভিযোগ অস্বীকার করেছেন এবং ঘটনাটিকে স্বাভাবিক কথাবার্তা বলে দাবি করেছেন।
এ ঘটনায় প্রেসিডেন্ট বক্সে ভিডিও ধারণকারী এক ব্যক্তিকে শৃঙ্খলাভঙ্গের দায়ে স্টেডিয়ামে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।