বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘিরে বিতর্ক থামছে না। সিলেটে খেলা গড়ালেও ঢাকায় রয়ে গেছে নানা অভিযোগ। এবার সমালোচনার কেন্দ্রবিন্দু বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বোর্ডের আরেক পরিচালক ও অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম তাঁর প্রতি দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন।
একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ফাহিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘বোর্ড সভাপতির এক মন্তব্য আমাকে অত্যন্ত হতাশ করেছে। বিষয়টি অনেক মানুষের সামনে বলা হয়েছিল, যেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।’’
যদিও মন্তব্যের নির্দিষ্ট বিবরণ দেননি ফাহিম। তবে তাঁর ভাষ্য, ‘‘ওই মন্তব্য আমার প্রতি বোর্ডের আস্থার ঘাটতি প্রকাশ করে। আমি খুব অবাক হয়েছিলাম এবং এমন কিছু আশা করিনি।’’
ফাহিম ইঙ্গিত দিয়েছেন বোর্ড থেকে সরে যাওয়ার ব্যাপারে। তিনি বলেন, ‘‘মাঝেমধ্যে মনে হয়, বোর্ডের বাইরে থাকাই ভালো। বাইরে থেকে আমি বেশি স্বাধীনভাবে কাজ করতে পারি, যা বোর্ডের ভেতরে সম্ভব নয়। কাজ না করতে পারলে বোর্ডে থাকার কোনো মানে নেই।’’
এদিকে, বিপিএলের প্রথম পর্বে টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে বিসিবি আরও সমালোচনার মুখে। টুর্নামেন্ট ঘিরে অব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রিকেটপ্রেমীদের হতাশ করছে।
বিসিবি সভাপতির এমন আচরণ ও ফাহিমের বক্তব্য বোর্ডের ভেতরের পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন তুলেছে।