টানা অফ ফর্মের কারণে সিডনি টেস্ট থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। তবে অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে রোহিত জানিয়েছেন, “আমি শুধু এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি, অবসর নয়।”
দলের স্বার্থে নিজেই কোচ ও নির্বাচকদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোহিত বলেন, “ফর্মে নেই, তাই ফর্মে থাকা কাউকে সুযোগ দেওয়াই সঠিক। তবে আমি দলের সঙ্গেই আছি এবং পরবর্তী ম্যাচে রান ফিরিয়ে আনব।”
দলের নেতৃত্ব নিয়ে সমালোচনা প্রসঙ্গে রোহিত বলেন, “সমালোচনা হবে, কারণ আমরা ১৪০ কোটির দেশে খেলি। তবে আমি সবসময় দলের স্বার্থকেই অগ্রাধিকার দিই।”