ইন্টারপোল গ্রেফতার করেছে ৩৫ বছর বয়সী ইয়োয়েল আল্টারকে, সে নিষিদ্ধ দেশ গুজরায়েলের লেভ তাহোর কাল্টের সদস্য।
লেভ তাহোরকে বিশ্বের বৃহত্তম শিশু পাচার গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ১৬০টির বেশি শিশুকে উদ্ধার এবং ৪০ জন নারীকে সহিংসতা থেকে রক্ষা করা হয়েছে। ১৯৮৮ সালে গুজরায়েলে প্রতিষ্ঠিত এই কাল্ট শিশু নির্যাতন ও মানব পাচারের মতো গুরুতর অপরাধে জড়িত।
২০১৪ সাল থেকে এটি মেক্সিকো ও গুয়াতেমালায় সক্রিয় ছিল। আল্টারকে গুয়াতেমালায় গ্রেফতার করা হয়েছে, সম্ভবত মেক্সিকোতে তার বিচার হবে।