ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৮ উইকেটের বড় পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের নারী দল হারিয়েছে ২-১ ব্যবধানে সিরিজ। একই সঙ্গে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। তবে এখনও বাছাইপর্ব খেলে মূল পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে টাইগ্রেসদের।
গতকাল রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১১৮ রানে। জবাবে ২৭ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়েই সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
নারী চ্যাম্পিয়নশিপের এই চক্রে ২৪ ম্যাচে ৮ জয়, ১১ পরাজয় ও ৫ পরিত্যক্ত ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় সপ্তম স্থানে থেকে শেষ করেছে তারা। নিউজিল্যান্ডও সমান পয়েন্ট পেলেও নেট রান রেটের কারণে ষষ্ঠ স্থানে থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
এদিন ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ফারজানা হক ও শারমিন আক্তারের ৬২ রানের জুটির পর থেকে একের পর এক উইকেট হারিয়ে শেষ ২৪ রানে ৭ উইকেট হারায় দল।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বল করেন কারিশমা রামারাক, যিনি ৪ উইকেট শিকার করেন। ১১৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় হাইলি ম্যাথিউস, ইয়ানা জোসেফ, শ্যামেন ক্যাম্পবেল এবং ডানডি ডটিনের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে সহজ জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।
এই পরাজয়ের কারণে বড় সুযোগ হারানোর আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। তবে বাছাইপর্বের মাধ্যমে মূল পর্বে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।