বিশ্বকাপ ফুটবলের ১০০ বছর পূর্তিতে ২০৩০ সালের আসরকে বিশেষভাবে উদযাপন করতে চায় ফিফা। এ লক্ষ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ৬৪টি করার একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
১৯৩০ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল ফুটবল বিশ্বকাপ। ঐতিহাসিক এই টুর্নামেন্টের শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে এবার ছয়টি দেশে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরক্কো, স্পেন ও পর্তুগাল মূল আয়োজক হলেও আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে।
উরুগুয়েতে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের আয়োজন হয়েছিল, যেখানে ফাইনালে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা। সেই স্মরণীয় মুহূর্তকে সম্মান জানাতেই এই তিন দেশকে স্বাগতিক তালিকায় যুক্ত করা হয়েছে।
সাধারণত বিশ্বকাপে ৩২টি দল অংশ নেয়। তবে ২০২৬ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৮-এ, যেখানে আয়োজক হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবার ২০৩০ সালে আরও ১৬টি দল যুক্ত করে ৬৪ দলের বিশাল আয়োজনের পরিকল্পনা চলছে।
সম্প্রতি এক বৈঠকে ফিফার এক কর্মকর্তা জানান, “বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ৬৪ দলের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”
ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো এই প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানা গেছে। তবে ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উরুগুয়ের প্রতিনিধি ইগনাসিও আলোনসো প্রথমবারের মতো এই প্রস্তাব উত্থাপন করেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, “প্রস্তাবটি পেশ করার সময় পুরো ফিফা কংগ্রেস নীরব হয়ে গিয়েছিল, কারণ এটি প্রত্যাশিত কিছু ছিল না।”
এখন দেখার বিষয়, বিশ্বকাপের ১০০ বছর পূর্তিতে ফিফা সত্যিই ৬৪ দলের বিশাল আয়োজনের দিকে এগোয় কি না।